Click Here to Read SBDQ’s 3rd Magazine 2016/17

Please click here to read SBDQ-Bulletin-
SBDQ fundraising lunch in the Daily Prothom alo
ক্যানসারে আক্রান্ত বাংলাদেশী গরিব শিশুদের পাশে অস্ট্রেলিয়া প্রবাসী চিকিতসকেরা
গোলাম সারোয়ার, ব্রিসবেন (অস্ট্রেলিয়া) থেকে
আপডেট: ১৪:১১, আগস্ট ২৩, ২০১৬
বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত গরিব শিশুদের আবাসিক, মানসিক ও আর্থিক সাহায্যের জন্য প্রতিষ্ঠিত আশিক ফাউন্ডেশনের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সোসাইটি অব বাংলাদেশি ডক্টরস কুইন্সল্যান্ডের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হয়েছে ‘এ শেল্টার ফর হেল্পলেস ইল চিলড্রেন’ নামে ফান্ড রাইজিং লাঞ্চ। ২১ আগস্ট রোববার শহরের মাউন্ট গ্রাভ্যাট কমিউনিটি সেন্টারে এ লাঞ্চ অনুষ্ঠিত হয়।
এতে ব্রিসবেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ডা. ফ্যাব্রিনা হোসেইন ভারনার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই আশিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালমা চৌধুরীর ধারণ করা বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। সালমা চৌধুরী তাঁর বক্তব্যে আশিক ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত ও ফাউন্ডেশনের তহবিল সংগ্রহে সহযোগিতা করার জন্য সোসাইটি অব বাংলাদেশি ডক্টরস কুইন্সল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমিনুল ইসলাম বুলবুল তাঁর বক্তব্যে ব্রিসবেনে প্রথমবারের মতো আয়োজিত এ ধরনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ ছাড়া সোসাইটির সভাপতি ডা. মাযহার হক এবং আয়োজক কমিটির আহ্বায়ক ও সোসাইটির সাবেক সভাপতি ডা. মোহাম্মদ ইসলাম জামানও অনুষ্ঠানে বক্তব্য দেন। তাঁরা তাদের বক্তব্যে তহবিল সংগ্রহে এগিয়ে আসার জন্য ব্রিসবেনে বসবাসরত চিকিৎসকসহ প্রবাসী বাংলাদেশি ও আয়োজক কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে র্যাফেল ড্রয়ের পাশাপাশি আমিনুল ইসলাম বুলবুলের সাক্ষর করা বাংলাদেশ ক্রিকেটের জার্সি, ক্যাপ ও বর্তমান ক্রিকেটারদের স্বাক্ষর করা রেপ্লিকা ব্যাট নিলামে বিক্রি করা হয়। এ সব সামগ্রী প্রবাসী বাংলাদেশিরা আগ্রহ সহকারে কেনেন। দুপুরের খাবারের পরে সোসাইটির সহসভাপতি ও আয়োজক কমিটির সদস্য ডা. নাজনিন নিজাম নীলার তত্ত্বাবধানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফান্ড রাইজিং অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।